বিধিনিষেধ লঙ্ঘন করায় আজও হরিণাকুন্ডুতে জরিমানা

হরিণাকুণ্ডু থেকে মোঃ রাব্বুল ইসলাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৬৬৩ বার পঠিত

 

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ লঙ্ঘন করায় ৩ টি মামলায় ১হাজার ৭০০শত’টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
জানা যায়, মঙ্গলবার ( ১০আগস্ট)সকালে উপজেলার আমের চারা মোর, পারবর্তীপুর বাজার,হসপিটাল মোর, উপজেলা মোর, হলবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ
স্থানে লকডাউন বাস্তবায়নে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।
নির্বাহী ম্যাজিষ্ট্রট সৈয়দা নাফিস সুলতানা বলেন- বেশির ভাগ দোকানী সরকারের আদেশ মেনে চলছে। কিছু কিছু দোকানী আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ও মাস্ক ব্যবহার না করায় এবং অটো- ইজিবাইক, মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এছাড়া যারা শ্রমের তাগিদে ঘর থেকে মাস্ক ছাড়া বের হয়েছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। লকডাউন যথাযথ ভাবে মেনে চলতে সকলকে ঘরে থাকার আহবান জানান।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে অভিযানে সার্বিক সহযোগিতা করেন,সেনাবাহিনী, হরিণাকুণ্ডু থানা পুলিশ সদস্যরাও, নির্বাহী অফিসারের অফিস সহকারী আসাদুল ইসলাম, প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর