বিধিনিষেধ লঙ্ঘন করায় ৪টি মামলায় ২২শত টাকা জরিমানা করলেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।
একই সময়ে সহকারী কমিশনার(ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী ১টি মামলায় ৫শত জরিমানা করলেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা উপজেলা মোড়,হরিণাকুণ্ডু লোহা পোট্টি একতারার মোড়,কুলবাড়িয়া, ভবানীপুর, জোড়াদাহ বাজার সহ বিভিন্ন মোড় ও বাজারে দোকান খোলা রাখা,মাস্ক পরিধান না করা সহ বিভিন্ন অপরাধে বিভিন্ন স্থানে জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী হরিণাকুণ্ডু বাজার, কুলবাড়ীয়া বাজারে, বৈঠাপাড়া বলরামপূর বাজার সহ বিভিন্ন বাজার ও মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন।
সেনাবাহিনীর ও হরিণাকুণ্ডু থানার এসআই হুমায়ন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন। এসময় নির্বাহী অফিসারের অফিস সহকারী আসাদুল ইসলাম, প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া উপস্থিত ছিলেন।