বিনামূল্যে”বয়স্ক লোকদের কোরআন শিক্ষা কার্যক্রম”এর আনুষ্টানিক যাত্রা শুরু

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৪৮ বার পঠিত

 

মঙ্গলবার নগরীর বাকলিয়ায় শাহ আমানত হাউজিং সোসাইটিতে বেগম মমতাজ ওয়ারেচী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে “বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম” এর আনুষ্টানিক যাত্রা শুরু হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শহীদুল আলম, বয়স্ক কোরআন শিক্ষা কার্য্যক্রমের উদ্বোধন করেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক,এতে সভাপতিত্ব করেন বেগম মমতাজ ওয়ারেচী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব আনিস ওয়ারেচী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাইটেক প্রপার্টির চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম, দৈনিক দেশ বার্তা সম্পাদক লায়ন মো: আবু ছালেহ্, বিশিষ্ঠ চিকিৎসক ডা: মাসুম হান্নান, দৈনিক গণকন্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ রিয়াজ উদ্দিন,সাংবাদিক শেখ মুন্না প্রমুখ।
উদ্বোধক ওসি রাশেদুল হক বলেন মুসলমানদের জীবনে কোরআন শিক্ষা অপরিহার্য একটি বিষয়। কোরআন অনুধাবন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। কোরআনকে অনুসরন করলে সমাজে অনৈথিক কার্য্যকলাপ কখনো থাকবেনা। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর শহীদুল আলম বলেন আমরা যারা ঈমান এনেছি আল্লাহ ও রাসুলের প্রতি আমাদের জন্য কোরআনকে বুঝে পড়া ও আমল করা ফরজ। কোরআনকে সহীত শুদ্ধভাবে পড়তে হবে। কোরআনের মর্মবাণী আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে। অতিথির বক্তব্যে লায়ন মো: আবু ছালেহ্ বলেন দোলনা হতে কবর পর্য্যন্ত শিক্ষাকাল । শিখার কোন বয়স নেই । এখন মক্তব প্রায় নেই বললে চলে তাই বেগম মমতাজ ওয়ারেচী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই কার্যক্রমকে সাধুবাদ জানান। সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিস ওয়ারেচী জানান শুধু মাত্র আল্লাহ ও রাসুলের খুশির জন্য বিনামূল্যে তিনি বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম এর আয়োজন করেছেন। এতে যারা শিক্ষা গ্রহণ করবেন তাদের আন্তরিকতার প্রয়োজন রয়েছে। বয়স্ক শিক্ষা কার্যক্রম সফল করতে সকল স্তরের মানুষকে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান। শিক্ষা কার্যক্রমের সবক দান শেষে মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সরওয়ার আলম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর