আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে
সামনে রেখে বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নে চলছে নৌকা সমর্থীত ্প্রার্থীর প্রচার প্রচারনা ও উঠান বৈঠক। সম্প্রতি ইউপি নির্বাচনের দিনক্ষন যত ঘনিয়ে আসছে ভোটারদের সাথে প্রার্থীদের উন্নয়ন বিষয়ক আলাপ
আলোচনা ততই গাড়ো হচ্ছে। এরি ধারা বাহিকতায় ৬নং জোতবানী ইউনিয়নের নৌকা সমর্থীত প্রার্থী জনাব হাসুন চৌধুরী তার কর্মি সমর্থকদের নিয়ে গত বৃহস্পতিবার ইউনিয়নের ৫নং ওয়াড জোতমাধব গ্রামের ভোটারদের সাথে মত বিনিময় ও উঠান বৈঠক করে যাচ্ছে। ৫নং ওয়ার্ড ভোটারদের দাবি তাদের ৭কিলোমিটার কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুম এলে জন দূর্ভোগে পরিণত হয়।
এ বিষয়ে নৌকা সমর্থীত প্রার্থী হাসুন চৌধুরী বলেন আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করলে আমি কথা দিচ্ছি যে সর্ব প্রথম আপনাদের কাঁচা রাস্তাটি পাকা করে দিব ইনশাআল্লাহ। বর্তমান শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। এই
সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে, বিগত কোন সরকারের আমলে তা হয়নি। এছাড়া ৬আসনের এমপি শিবলী সাদিক আমাকে বলেছেন, আপনে যদি নির্বাচিত হয়ে আসেন ৬নং জোতবানী ইউনিয়নের যতগুলি কাঁচা রাস্তা আছে সব রাস্তাগুলি পাকা করে দিব।
এর সাথে ব্রিজ, কালভাট, ড্রেন, গাইডওয়াল, হাট বাজারের সেট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সহ যত উন্নয়ন হবে আপনার মাধ্যমে দেওয়া হবে। এছাড়া হাসুন চৌধুরী আরও বলেন গরীব দুঃখী মানুষের সরকারী বিভিন্ন ধরনের ভাতা কোন টাকা ছাড়াই আপনাদেরকে দেওয়া হবে। পরিশেষে বলেন নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা
উন্নয়নের মার্কা ২৮শে নভেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন। আপনাদের উন্নয়ন আমার কাছ থেকে বুঝে নিবেন।