মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন ও রাধাকান্তপুর গ্রাম ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল), বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক সানোয়ার হোসেন সানু, ওয়াসিম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাস, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জল হোসেন ভনাসহ অন্যান্য নেতাকর্মীরা।
পরে ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।