টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামের একটি বিল থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বরাটি গ্রামের একটি বিল থেকে লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে তার বয়স ৪০ হবে। আনুমানিক ১৫ থেকে ২০ দিন পূর্বে লাশটি বিলের পানিতে পড়ে আছে। লাশটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে পুলিশ ধারণা করতে পারছেনা এটি হত্যাকান্ড, নাকি অন্যকিছু।
এ বিষয়ে মির্জাপুর থানার এস.আই ও মামলার আয়ু মো. ফয়েজ আহম্মদ জানান, লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে আসল রহস্য।