মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান পরিচালনা করে মেহেরপুরের মুজিবনগর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ জহিরুল ইসলাম খোকন ওরফে ছোট গাড়া (২৮) কে আটক করেছে।
আজ শনিবার (২১ আগস্ট), সকাল সাড়ে ১০ টার দিকে জেলার মুজিবনগর উপজেলার খানপুর কালিতলা এলাকায় অভিযান পরিচালনা করে ছোট গাড়া কে আটক করা হয়।
মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই মুক্ত রায় চৌধুরী এর নেতৃত্বে সঙ্গীয় এস আই অজয় কুমার কুন্ডু ও এ এস আই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ছোট গাড়াকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ছোট গাড়া উপজেলার খানপুর কালিতলার মৃত রুপ চাঁদ বস্তিয়ান শেখ এর ছেলে। আটককৃত জহিরুল ইসলাম খোকন ওরফে ছোট গাড়ার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সম্পন্ন হয়েছে এবং আরও মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়।