মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর থেকে মোঃ মোহন ২৮ নামে একজনকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ।
আটককৃত আসামি মোহন গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের মোঃ মজনু’র ছেলে।
এসআই অজয় কুমার কুন্ড অনুসন্ধান টিভি’কে জানান ১০/০৮/২০২১ ইং মঙ্গলবার সকাল ০৯:০০ মিঃ এ মেহেরপুর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেফতার করে।
তার নামে গাংনী থানায় ১০ পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজার একটি মামলা রয়েছে। আসামী পলাতক ছিল। এসআই অজয় কুমার কুন্ড’র নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার, এএসআাই হেলাল উদ্দিন ও এএসআই মাহাতাব উদ্দিন কে সাথে নিয়ে সফল অভিযান পরিচালনা করেন।
আটককৃত’র বিরুদ্ধে গাংনী থানায় (০২আগস্ট)২০২১ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণীর ১৯(ক)/৪১ ধারায় মামলা ছিল। যার মামলা নং-০৩, তাং-০২-০৮-২১ইং।