মেহেরপুরের গাংনীতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

এস এম তারেক, মেহেরপুরঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৬৫১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় অসহায় দরিদ্র ৬ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত এসব সহায়তা দেয়া হয়।

উপজেলার, ঢেঁপা, নিত্যানন্দপুর ও বানিয়াপুকুর গ্রামের ৬ টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, মাননীয় এমপি সাহিদুজ্জামান খোকন এর প্রতিনিধি মুক্তারুল ইসলাম, গাংনী দারুচ্ছালাম মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি তাহাজ উদ্দিন, দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগ সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর