মেহেরপুরের গাংনীতে পুর্ব শত্রুতার জের ধরে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, টাকা ও স্বর্নের চেন ছিনতাই। 

রফিকুল ইসলাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পুর্ব শত্রুতার জের ধরে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, টাকা ও স্বর্নের চেন ছিনতাই

মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট মাদ্রাসা পাড়ার কাওছার আলী’র(৫১) স্ত্রী আকলিমা খাতুন(৪০)কে প্রতিবেশী হাসিবুল(৩০) ও রাজিবুল(২৫) পিতা: ইয়াজুল(৫৫), শাকিবুল(২৫)সুজন(৩০)রাজন(৩৫) পিতা: আঃ ওহাব প্রাণ নাশের চেষ্টা করে।

ঘটনাটি ঘটে আজ শুক্রবার সকাল ০৮:০০টায় বালিয়াঘাট মাদ্রাসা পাড়ার আফজাল এর বাড়ির সামনে।

আহত আকলিমা খাতুন বলেন, বিদেশে ছেলের কাছে টাকা পাঠানোর জন্য ফুটানি বাজার এর দিকে যাবার পথে তারা হালুয়া দিয়ে বাম হাতে কোপ মারে এবং সাইকেলের চেন ও লাঠি দিয়ে পেটাতে থাকে।

এ সময় আকলিমার কাছে থাকা ১,০০,০০০(এক লাখ) টাকা ও গলায় থাকা ১২আনা ওজনের স্বর্নের চেন ছিন্তায় করে নিয়ে যায়।

 

আকলিমা আরো বলেন আমরা বিএনপি করি বলে আওয়ামীলীগ সরকারের আমল ১৬-০৭-২০২০ সালে আমাদের কাছ থেকে ৩,৭০,০০০ (তিন লাখ সত্তর) হাজার টাকা চাঁদা নেই। এবং মাঝে মাঝে আরো টাকা দাবি করে। গত পাঁচ মাস আগে রমজান মাসে তিনটা বড় ছাগল চুরি করে নিয়ে যার মুল্য আনুমানিক এক লাখ টাকা। ঐ সময় কোর্ট তাদের নামে ছাগল চুরির মামলা করি। তার পর থেকে অদ্যাবধি আমাদের উপর অত্যাচার চালিয়ে আসছে।

 

আহত আকলিমা খাতুন এখন গাংনী সরকারি হাসপাতালে ভর্তি আছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর