মেহেরপুরের গাংনীতে ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৭৮ বার পঠিত

 

মেহেরপুরের গাংনীতে ৭০ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বামন্দি ক্যাম্প পুলিশ।আজ বৃহস্পতিবার সকালে বামন্দি পুলিশ ফাঁড়ির এ এস আই শেখ বিপ্লব হোসেনের নেতৃত্বে এসআই মীর শরিফ হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনী উপজেলার বামুন্দী বাজার পাড়ায় অভিযান চালিয়ে অন্তর হোসেন (২৬)নামের একজনকে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
আটককৃত অন্তর কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাইপাইল গ্রামের মনোয় উদ্দিনের ছেলে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর