মেহেরপুরের গাংনী উপজেলায় কাজীপুর সীমান্ত ফাঁড়িতে অভিযান চালিয়ে ২৯ বোতল বেঙ্গল মদ উদ্ধার-বিজিবি
সদস্যরা মেহেরপুরের গাংনী উপজেলায় কাজীপুর সীমান্ত ফাঁড়িতে অভিযান চালিয়ে ২৯ বোতল বেঙ্গল মদ উদ্ধার করেছে।
শনিবার সকালে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এর অভিযানে কাজিপুর সীমান্ত পাড়ায় মাঠ থেকে বেঙ্গল টাইগার মদের ২৯ বোতল উদ্ধার করা হয়।
কাজিপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল দেওয়ার পর ফেরার পথে পরিত্যক্ত কাজীপুর সীমান্ত মাঠ থেকে ২৯ বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করে।