মেহেরপুরের তেরাইল গ্রামের ঝুকিপূর্ণ ব্রিজটি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৬৫৩ বার পঠিত

মেহেরপুরের তেরাইল গ্রামের ঝুকিপূর্ণ ব্রিজটি চলাচলের জন্য একেবারে অযোগ্য হয়ে পড়েছে। 

গাংনী উপজেলার অন্তর্গত তেরাইল গ্রামে একটি ব্রিজের চিএ। নাম মরা পুল।

মেহেরপুরের গাংনীী উপজেলার তেরাইল পশ্চিম পাড়া বটতলা মোড় হতে দেবীপুর  সড়কে এই ব্রিজ টি অবস্থিত। তেরাইল বট গাছ হতে অনুমানিক প্রায় ২৫০ ফুট দুরে হবে। এই রাস্তাটা গ্রামের সাধারন মানুষ এর ফসল সংগ্রহের একমাএ রাস্তা। কিছুদিন আগে  মোঃ  শহিদুল ইসলাম বিশ্বাস এর নেতৃত্বে ও গ্রামের মানুষের সহযোগিতাই   ব্র্রিজ  এর নিচ দিয়ে বাঁশের খুটি দেয়া হয় ঝুকি এড়িয়ে চলাচলের জন্য। কিন্তু এখন বর্ষাকাল হওয়াই বৃষ্টির পানিতে বিলের পানি বেড়ে গেছে ও পানিতে খুটিগুলো যাইগা হতে সরে যাচ্ছে। এখন পাটের সময় কৃষকরা কাচা পাট গাড়ি দ্বারা সংগ্রহ করবে কিন্তু এই ভয়াবহ অবস্তাই যানিনা কার কপালে কি আছে। ভারি কোন গাড়ি উঠলেই হয়তো পড়ে যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর