মেহেরপুরে গলায় ফাঁস দিয়ে শিল্পী খাতুন(২৮) নামে এক স্বামী পরিত্যাক্তা আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে তার বাবার বাড়ির স্বয়ং কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত শিল্পী খাতুন দুই সন্তানের জননী এবং রামদাসপুর গ্রামের পশ্চিম পাড়া শরিফুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছর আগে শিল্পীর ছেলে পানিতে ডুবে মারা গেলে পারিবারিক কোন্দলের জের ধরে বিচ্ছেদ ঘটে এরপর থেকেই সে তার বাবার বাড়িতে বসবাস করত। স্থানীয়রা আরো জানান, বিষন্নতা থেকে বাঁচতেই আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পরিবারের লোকজন ও এলাকাবাসী।