মেহেরপুরে ডাকাতি মামলা রুজু হওয়ার কথা শুনে এলাকা ছেড়ে পলায়নের সময় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র হাতে আটক হয়েছে রহিম মিয়া (৫৪) নামের একজন।
আজ রবিবার (৯ জানুয়ারি), সন্ধা ৬ টা ৩০ মিনিটের দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে এস আই হাবিবুর রহমান, এস আই সুলতান মাহমুদ ও এ এস আই আহসান হাবিবসহ সঙ্গীয় একটি চৌকস টিম সদর উপজেলার বারাদি বাজার এলাকা থেকে রহিম মিয়াকে আটক করতে সক্ষম হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই অজয় কুমার কুন্ডু জানায়, রহিম মিয়ার নামে ডাকাতি মামলা হয়েছে শুনে অল্প কিছু সময়ের মধ্যেই সে মেহেরপুরের বারাদি বাজার থেকে চুয়াডাঙ্গা পলায়নের সময় সুকৌশলে তাকে আটক করা হয়।
আটককৃত রহিম মিয়া’র বিরুদ্ধে চুরি, দস্যুতা, অস্ত্র মামলাসহ ৩ টি মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।
আটককৃত রহিম মিয়া মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর পশ্চিম পাড়ার মৃত চান্দু মিয়া’র ছেলে বলে জানা যায়।
সূত্র জানায়, গতকাল শনিবার (৮ জানুয়ারি) মেহেরপুর সদর থানায় রহিম মিয়া’র বিরুদ্ধে ধারা ৩৯৫/৩৯৭ দন্ডবিধিতে একটি ডাকাতি মামলা হয়। যে মামলা নং-১৩/১৩
এবং এ মামলা রুজু হওয়ার কথা শুনে অল্প কিছু সময়ের মধ্যেই সে তড়িঘড়ি করে বারাদি বাজার থেকে চুয়াডাঙ্গা পলায়নের সময় ব্যর্থ হয়ে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র হাতে আটক হয়।