মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ সাজু মিয়া ও রাসেল নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার (১৩ মার্চ), রাত সাড়ে ১০ টার দিকে মেহেরপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ডের গরুর হাট পাড়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত সাজু মিয়া মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামের আফসার মিয়ার ছেলে এবং রাসেল ৯নং ওয়ার্ড পোস্ট অফিস পাড়ার জামাল হোসেনের ছেলে।
মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) ওসি সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি’র ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন, এস আই অজয় কুমার কুন্ডু ও সঙ্গীয় ফোর্সসহ গরুর হাট এলাকায় অভিযান পরিচালনা করে সাজু ও রাসেল কে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি দায়ের সম্পন্ন হয়েছে।