মেহেরপুরে তুচ্ছ ঘটনায় দুই যুবক আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৫৪ বার পঠিত

 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর শহরে হামলা-পাল্টা হামলায় রাজিব এবং সাব্বির নামের দুই যুবক আহত হয়েছে। আহত দুই জনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। আহত রাজিব মেহেরপুর শহরের পুরাতন কাজী অফিস পাড়ার সোহরাব উদ্দিনের ছেলে এবং সাব্বির মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মিজানুর রহমানের ছেলে।

জানা গেছে এ ঘটনার পূর্বে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় রাজিব এবং মিজানুর রহমানের মধ্যে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার পরপরই সাব্বির এর নেতৃত্বে একদল যুবক কাজী অফিস পাড়ায় রাজীবের উপর হামলা চালায়। এসময় রাজিব মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী সাব্বির এর উপর হামলা চালালে সেও আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর