মেহেরপুরে দুই মাদক কারবারি আটক।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৮৭ বার পঠিত

মেহেরপুরে দুই মাদক কারবারি আটক।


সাইফুল ইসলাম,মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।
এসময় তাদের কাছে ১২ গ্রাম হেরোইন, একটি লোহার হাতল যুক্ত দা, একটি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন পাওয়া যায়।
আটককৃতরা হলেন,মেহেরপুর শহরের মুখার্জি পাড়ার নুরুল ইসলামের ছেলে মাসুদ পারভেজ(৪৬) ও মেহেরপুর হালদারপাড়ার আরশেদ আলী কবিরের ছেলে সেলিম রেজা নান্টু(৩০)।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর গোয়েন্দা(ডিবি) পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এএসআই মাহাতাব উদ্দিনসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গোভীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মেহেরপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের সূত্রে জানা গেছে, মাসুদ পারভেজ এর নামে ৪টি ও সেলিম রেজার নান্টুর নামে দুটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে । তাদের দুজনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর