মেহেরপুরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৬৬২ বার পঠিত

 

মেহেরপুরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো, সদর উপজেলার ঝাউ বাড়িয়া গ্রামের আনিসুর রহমানের ছেলে একরামু(৩৫),সুবিদপুর গ্রামের খানপাড়া দুঃখী খার ছেলে মেহেরুল হক (২৫) ও একই গ্রামের বাবুর পাড়া আব্দুল মান্নানের ছেলে শরিফুল ইসলাম (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে দু’টি মোটরসাইকেল বিপরীতমুখী আসার সময় সংঘর্ষে ৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ওসি শাহ্-দারা-খান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর