মেহেরপুরে নিষিদ্ধ ঔষধসহ মোঃ বাবর আলী ওরফে বাবু মন্ডল নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
আটককৃত বাবর আলী পৌর এলাকার ৫নং ওয়ার্ড এর কেশপাড়ার মৃত শফিউল মন্ডল এর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ কতৃক জানা যায় ২৬/০৬/২২ইং রোজ রবিবার সন্ধা ৬:৩০মি এ তার বেড়পাড়া অবস্থিত ঔষধের নিজস্ব দোকান ইশান ইমন ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩৬পিচ Tepentadol ট্যাবলেট ও বিক্রির নগদ ৫,৫০০ টাকা উদ্ধার করা হয়।
এরপর একইদিন সন্ধা ০৭:৩০মিঃ তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ভারতের তৈরী ৭৫০পিচ যৌন উওেজক ট্যাবলেট, ১৯৪পিচ গর্ভনির্বোধক ইনজেকশন, ২০০পিচ সেফিক্সিন ট্যাবলেট,৩০০পিচ সেফ্সাডিন,১০০পিচ এজিথ্রোমাইসিন, ৩০০পিচ সিপ্রোফ্লক্সাসিন সরকারী ঔষধ (যা হাসপাতালে গরীব রোগীদের বিনামুল্যে দেওয়া হয়,বা ক্রয় বিক্রয় নিষিদ্ধ ) উদ্ধার করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা ওসি মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ইনস্পেকটর মেজবাহউদ্দিন,এসআই অজয়কুন্ড, এসআই বিশ্বজিৎ সরকার,এএসআই হেলাল উদ্দিন,এসআই মাহতাব উদ্দিন সহ সংগীয় ফোর্সের সহায়তায় আসামিকে আটক করা হয়।
২৭/০৬/২২ইং উক্ত আসামীর নামে (১) মামলানং-২৯ ধারা২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারনীর ২৯(ক) ও(২) ধারা ১৯৭৮ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫খ(২) সহ দণ্ডবিধির ৪১৩ধারা দুটি মামলা রুজু করে থানা হেফাজতে প্রেরণপুর্বক জেলহাজতে প্রেরণ করা হবে জানা যায়।