মেহেরপুরের পাখিভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাদিসুর(০৫) নামের এক শিশু নিহত হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।নিহত হাদিসুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের শেখ পাড়ার জসিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,একটি পাখিভ্যান ৪জনকে নিয়ে আমঝুপি থেকে গাড়াডোব যাবার পথে খোকশা শেখ পাড়ায় পৌঁছালে শিশু হাদিসুর খেলা করতে গিয়ে পাখিভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ওসি শাহ্-দারা-খান পিপিএম জানান, বিষয়টি আমার জানা নেই,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করে ব্যবস্থা নেয়া হবে।