মেহেরপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭০৪ বার পঠিত

মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আশিকুজ্জামান রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে মেহেরপুর শহরের ৭ নং ওয়ার্ড মল্লিকপাড়া থেকে তাকে গ্রেফতার করে। আশিকুজ্জামান রানা মেহেরপুর শহরের মল্লি পাড়ার আব্দুল মোতালেবের ছেলে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহদারা খানের দিকনির্দেশনা এএসআই কহেতুরের নেতৃত্বে মেহেরপুর থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে মেহেরপুর শহরের মল্লিকপাড়া আশিকুজ্জামান রানার বাড়ী থেকে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রানা তার বাড়ি থেকে মাদক পাচার করে। সে মতে বিকেলে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাকে গ্রেফতার ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর