মেহেরপুরে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক-৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৫৭৭ বার পঠিত

 

মেহেরপুরে পৃথক অভিযানে অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ সোমবার তাদের আটক করে। আটককৃতরা হলো মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের পশ্চিম পাড়ার আশাদুল ইসলাম এর ছেলে টিপু সুলতান(৩৯),গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের বর্ডার পাড়ার লালন হোসেনের ছেলে সজীব(২০) ও মৃত মোখলেসুর রহমানের ছেলে মহিদুল ইসলাম(৩৫)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী  জানান, মেহেরপুর সদর উপজেলার কলা গ্রামের মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুলতান মাহমুদের নেতৃত্বে এএসআই আহসান হাবীব ৫’শ গ্রাম গাঁজাসহ টিপু সুলতানকে আটক করে।অপরদিকে গাংনী উপজেলার সহড়াতলা বর্ডারপাড়ায় ফেনসিডিল পাচার হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ০৭ বোতল ফেন্সিডিলসহ সজিব হোসেন কে ও ২০ বোতল ফেনসিডিলসহ মফিদুল ইসলামকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।তিনি আরো জানান, আটককৃত টিপু সুলতানের বিরুদ্ধে আর একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর