মেহেরপুরে মদসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৮৩ বার পঠিত

 

মেহেরপুরে দুই বোতল বিদেশী মদসহ স্বাধীন রানা(২১) নামের এক যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করে। আটককৃত স্বাধীন রানা সদর উপজেলার শোলমারী গ্রামের মালোপাড়ার মৃত উজির আলীর ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী  জানান, মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মালোপাড়ায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলাম ও এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে Officer Choice ও Me Dowells No-1 নামক দুই বোতল বিদেশী মদসহ স্বাধীন রানাকে আটক করে। আটককৃত বিদেশী মদের ওজন ১লিটার ৫’শ গ্রাম। আরো জানান আটককৃত স্বাধীন রানার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর