মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে মোঃ আইনদ্দিন(৩৫),ও মোঃ মজিদুল ইসলাম (৩২) নামে দুজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মোঃ আইনদ্দিন সদর উপজেলার কালিগাংনী গ্রামের মোঃ আঃ সাত্তার এর ছেলে। ২০/০৫/২০২২ইং দুপুর ০২ ঘটিকার সময় সদর থানার শ্যামপুর কলমিজল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে, এ সময় তার কাছ থেকে দুই গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানিয়েছেন জেলা ডিবি পুলিশ।
এদিকে সদর থানাধীন শিশিরপাড়া (ঈদগাহপাড়া)য় ২০/০৫/২০২২ইং বিকেল ০৫ঘটিকায় অভিযান চালিয়ে মোঃ জোয়াদ আলী’র ছেলে মোঃ মজিদুল ইসলামকে গাঁজার গাছ সহ গ্রেফতার করে পুলিশ। তার বসতবাড়ির নির্মাণাধীন বাথরুম থেকে গাঁজা গাছটি উদ্ধার করে করা হয়।এদিকে গাজার গাছ রাখার অপরাধে (০৩)মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করে ভাম্যমান আদালত এবং তাকে জেল হাজতে প্রেরণ করে।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাইদ।
উভয় অভিযানের নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই অজয়কুন্ড সাথে সহোযোগীতায় ছিলেন এসআই হেলাল উদ্দিন।
মোঃ আইনদ্দিন এর মামলা প্রক্রিয়াধীন বলে জানান জেলা ডিবি পুলিশ কতৃক জানা গেছে।