মেহেরপুরের গোপালনগরে সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো, গাংনী জিয়া এন্টারপ্রাইজের কর্মচারী ও সিলেট জেলার হবিগঞ্জ থানা হাফিজুর রহমানের ছেলে আতিকুর রহমান(১৮), গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের সালোয়ারের ছেলে নাঈম(১৯), একই এলাকার রবিউল ইসলামের ছেলে স্বপন আলী(১৮) ও সদর উপজেলার বসন্তপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাহফুজ(৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আতিকুর রহমান,নাঈম ও স্বপন আলী জন বেপরোয়া গতিতে মোটরসাইকেল যোগে মেহেরপুরের গাংনী থেকে গোপালনগর এর দিকে আসছিল। মাহফুজ মোটরসাইকেল নিয়ে গোপালনগর রোডে ওঠার সময় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। দূর্ঘটনায় ০৪ জনের আহত ঘটনা নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ওসি শাহ্-দারা-খান।