সমবায় ও যৌথ চাষাবাদ ধারণা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ ডিসেম্বর), মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ট্রেনিং সেন্টার, মেহেরপুরে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এএলডিএ আয়োজিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এএলআর ডি এর প্রোগ্রাম অফিসার রাজিব হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর ম্যানেজার সাদ আহাম্মদ ও মুরাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর সহযোগিতায় ওরিয়েন্টেশন সভায় অংশ গ্রহণ করেন সহযোগী সংস্থা কর্ম ও পরিকল্পনার প্রতিনিধিগণ।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৭ ডিসেম্বর পর্যন্ত ২ দিনব্যাপী ওরিয়েন্টেশনের শেষ দিন ছিলো আজ।
অনুষ্ঠানে সমবায় ও যৌথ চাষাবাদ ধারণা বিষয়ক বিশদ আলোচনা করা হয়।