মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১৮ বার পঠিত

হেরোইন রাখার অভিযোগে মনিরুল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপোতি কুমার বিশ্বাস এ রায় দেন।

 

সাজাপ্রাপ্ত মনিরুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের আফসার আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে ২০১৩ সালের ১ আগস্ট গাংনীর র্যার-৬ এর এসআই কামালের নেতৃত্বে র্যার-৬ এর একটি দল গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাবুল আলীর বাড়ির পাশের অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে আটক করেন। এসময় মনিরুল ইসলামের কাছ থেকে ৩০.৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ এর (১) এর টেবিলের ১(ক) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১। জি আর কেস নং ৪৯৭/১৩। সেশন ১৫২/১৩। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই আব্দুল জলিল মাতব্বর মামলা প্রাথমিক তদন্ত শেষে ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর মামলার চার্যশীট দাখিল করেন। মামলায় মোট ১৫ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

এতে মনিরুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।মামলার রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজি শহীদ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট শফিকুল আলম কৌশলী ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর