মেহেরপুর কালিগাংনীর খালপাড়ায় আগুনে পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, গবাদিপশুর প্রাণ বাঁচাতে পুড়ে গেল বাড়ির মালিক।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৬৮৬ বার পঠিত

মেহেরপুর কালিগাংনীর খালপাড়ায় আগুনে পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, গবাদিপশুর প্রাণ বাঁচাতে পুড়ে গেল বাড়ির মালিক।

আজ ০১লা মার্চ রাত ০১টা ৪০ মিঃ সময় এই ঘটনা ঘটে বলে জানায় প্রত্যাখ্যদর্শীরা। কয়েলের আগুন থেকে আগুনে পুড়ে যাবার সুএপাত। আহত তাহাজ উদ্দিন কালীগাংনী খালপাড়ার মৃত আব্দুল শেখ’র ছেলে। ছাগলের ঘরে মশার উৎপাত থেকে ছাগলকে রক্ষা করতে কয়েল জালিয়ে ঘুমিয়ে পড়ে তাহাজ,

পুড়ে যাওয়া ঘটনা লাইভে দেওয়া আছে নিচের লিংকে ক্লিক করুন।

https://www.facebook.com/100007826954920/videos/2865377490399788/
গভীর রাতে আগুনের ধোয়ার গ্যাস পেয়ে জেগে যায় যায় পাশে বাড়ির তাহাজের ভাই আলফাজ তার চিৎকারেই প্রতিবেশিরা ছুটে আসে আগুন নেভাতে। আগুনে পুড়ে যায় দুই গোলা ধান, ধানের মধ্যে লুকিয়ে রাখা ১৫হাজার টাকা সহ দুইটি ছাগল পাটকাঠির পালা। বাকি ছাগলগুলো মালিক তাহাজ রক্ষা করলেও পুড়ে যায় তাহাজের সারা শরীর।
সে এখন গাংনী সরকারী হাসপাতালে ৪র্থ তলায় ১৫নং বেডে শুয়ে পোড়ার যন্ত্রণায় কাতরাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর