মেহেরপুর জেলা জাতীয়পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মেহেরপুর জেলা জাতীয়পার্টির উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত ৭ই নভেম্বর কেন্দ্র মেহেরপুর জেলা জাতীয়পার্টির নতুন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটিতে মোঃ সাইফুল ইসলাম সেলিমকে আহবায়ক, মোঃ আঃ হাদি সদস্য সচিব, ও মোঃ সুমন পারভেজকে যুগ্ম -আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি উপহার দেন। নতুন কমিটি পরবর্তী কি কি পদক্ষেপ নিয়ে মাঠে কাজ করবেন সে বিষয়ে সবাই সবার মতামত প্রদান করেন। এবং দলীয় চেয়ারম্যান জি এম কাদের এর আদেশে মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু’র সুপারিশে খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা’র পরামর্শে মেহেরপুর জেলা জাতীয়পার্টির বর্তমানে মাঠ পর্যায় থেকে অংগ সংগঠনকে শক্তিশালী করতে কার্যকরি ব্যবস্থা গ্রহণ ও সাপ্তাহিক রিপোর্ট প্রদানের জন্য আহবায়ক সেলিম ও সদস্য সচিব হাদি সবাইকে নির্দেশ দেন। এবং পৌর,উপজেলা এরপর ইউনিয়ন কমিটিগুলোকে পর্যায়ক্রমে সমপন্ন করতে আলোচনা করেন।
বক্তব্য রাখেন: কেন্দ্রিয় সদস্য, ও মেহেরপুর জেলা জাতীয়পার্টির পার্টির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম (সেলিম),মেহেরপুর জেলা জাতীয়পার্টির পার্টির সদস্য সচিব আঃ হাদি,মেহেরপুর জেলা জাতীয়পার্টির পার্টির যুগ্ম আহবায়ক ও মেহেরপুর জেলা যুুুব-সংহতি’র সভাপতি মোঃ সুমন পারভেজ, মেহেরপুর জেলা মৎসজীবিপার্টির সভাপতি মোঃ আঃ বাকি, গাংনী উপজেলা জাতীয়পার্টির পার্টির সভাপতি মোঃ মনিরুজ্জামান (মন্টু),গাংনী উপজেলা জাতীয়পার্টির পার্টির সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা যুুুব-সংহতি’র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। মুজিবনগর উপজেেলা জাতীয়পার্টির সভাপতি মোঃ আরিফ বিল্লাহ, গাংনী পৌর জাতীয়পার্টির সভাপতি মোঃ কামরুজ্জামান, গাংনী পৌর জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ প্রমুখ। গাংনী উপজেলা যুব-সংতির সভাপতি মোঃ নাজমুল হোসেন, কাজিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন সভাপতি আঃ রশিদ ও কুুুতুবপুর ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ্মোঃ তাহাজ আলি। সহ আরো অনেকে।