মেহেরপুরের মুজিবনগর ফেনসিডিলসহ আটক ৩
মেহেরপুর মুজিবনগর উপজেলার রতনপুর তেরাস্তার মোড় পাকড় গাছের নীচ থেকে ০৭ বোতল ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত মোঃ সোহেল (২২), পিতাঃ মোঃ হিরু শেখ, সাং মেহেরপুর কলেজ মোড়, রাজিব শেখ রাজু (২৫), পিতা মৃত রেজাউল শেখ মেহেরপুর জেলা,মেহেরপুর উপজেলা,সাং-০৯ নং ওয়ার্ড খোন্দকার শাফায়েতুল ইসলাম সুমন (৩২),পিতাঃ,মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার শি্শুবাগান গ্রামের মোঃমানিক হোসেনের উদ্দীনের ছেলে।
বুধবার সন্ধা ৭:৪৫টা দিকে ৩জন ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে সেহেরপুর মুজিনগর উপজেলার রতনপুর মোড় পাকড়া গাছের নীচে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই মিরজাহুর রহমান,এস আই তরিকুল ইসলাম ও এ এস আই মাহাতাব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।পরে সেখান থেকে ৩জনকে বোতল ০৭ ফেন্সিডিলসহ হাতেনাতে তাকে আটক করে। আটককৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।