ই-ট্রাফিক মামলা জরিমানা আদায় স্বচ্ছ ও সহজতর করার লক্ষে রংপুর রেঞ্জ পুলিশের আয়োজনে ই-ট্রাফিক মামলা জরিমানা আদায় পদ্ধতির উদ্বোধন হয়েছে। গতকাল সকালে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ হলরুমে ই-ট্রাফিক মামলা জরিমানা আদায় পদ্ধতির উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্রাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্রাচার্য বলেন, ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং একটি নিরাপদ দেশ গড়তে সম্প্রতি যে সড়ক আইন পাশ হয়েছে তা কাজে লাগবে। জরিমানা বৃদ্ধি করে অর্থ আদায়ের উদ্দেশ্যে এটি করা হয়নি। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং একটি নিরাপদ দেশ গড়ার লক্ষ নিয়ে এটি করা হয়েছে। আর জরিমানা আদায়ে স্বচ্ছ ও সহজতর করতে ই-ট্রাফিক পদ্ধতি কাজে লাগবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাৎ আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ রংপুর রেঞ্জের অন্যান্য ৭ জেলা পুলিশ সুপার, ইউক্যাশ এর সিনিয়র কর্মকর্তা এটিএম তাহমিদুজ্জামান, গ্রামীন ফোন এর রাজশাহী জোন এর জিএম মোহাম্মদ কামরুল আলম সরকার, কিউ ক্যাশ এর কর্মকর্তা শাহ মুশফিকুর রহমানসহ পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ই-ট্রাফিক মামলা জরিমানা আদায় পদ্ধতির উদ্বোধন শেষে ইউক্যাশ, গ্রামীন ফোন, কিউ ক্যাশ এর সাথে রংপুর রেঞ্জ পুলিশের ৮ জেলার পুলিশ সুপারের সাথে চুক্তি হস্তান্তর হয়।
Share