রংপুর মেডিকেল কলেজ নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড তৈরী হয়েছে।
একদিনে নমুনা পরীক্ষায় ৪৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে পুলিশসহ রংপুরে ২৫ জন, গাইবান্ধায় ৪ জন, লালমনিরহাটে ৮ জন, কুড়িগ্রামে ৬ জন।
আক্রান্তরা হলেন, মেট্রোপলিটন হাজিরহাট থানার এক পুলিশ সদস্য (৩২), জেলা পুলিশের এক সদস্য (২২), সদর কোতয়ালী থানার এক পুলিশ সদস্য (৩৮), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারাগঞ্জের এক পুরুষ (৫০), হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধা সদরের এক বৃদ্ধা (৬১), হাসপাতালে চিকিৎসাধীন মিঠাপুকুরের এক বৃদ্ধ (৭৫), ধাপের এক নারী (৩২), বেতপট্টির এক বৃদ্ধ (৬৫), ধাপ শ্যামলী লেনের এক পুরুষ (৪৫), ধাপ সোনালী ব্যাংকের এক পুরুষ (৩৪) লালকুঠির এক যুবতী (২৮), এক পুরুষ (৩৫), সড়ক ভবনের এক পুরুষ (৩৫), মেডিকেল পূর্বগেটের এক যুবতী (২৮), এক পুরুষ (৩৫), ঘোড়াপীর মাজার এলাকার এক পুরুষ (৫৮), হনুমানতলা ইসলামপুরের এক পুরুষ (৩৬), কামাল কাছনার এক নারী (৩৬), মুলাটোলের এক নারী (৪৪), সেনপাড়ার এক পুরুষ (৩৬), সদর তামপাটের এক নারী (৪৮), কাউনিয়া থানা পুলিশের এক সদস্য (৩২), বদরগঞ্জ পৌরসভার এক পুরুষ, বদরগঞ্জ সোনালী ব্যাংকে কর্মরত এক পুরুষ (৫৬), পীরগঞ্জ ভেন্ডাবাড়ির এক পুরুষ (৩৩)।
এছাড়া গাইবান্ধা সদরের এক শিশু (১), এক যুবক (২৯), এক নারী (৪৫,) সাঘাটার এক পুরুষ (৩৫), কুড়িগ্রাম ফুলবাড়ির এক পুরুষ (৩২), ভুরুঙ্গামারীর ইসলামী ব্যাংকে কর্মরত এক পুরুষ (৪০), নাগেশ্বরীর এক নারী (৩৬), চিলমারীর এক কিশোরী (১৭), এক নারী (৪০), অপর নারী (৪০), লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের এক পুরুষ (৪৮), অপর পুরুষ (৩৪), অপর পুরুষ (৩৯), এক নারী (৩০), এক শিশু (৭), কালিগঞ্জের এক কিশোরী (১৭), পাটগ্রাম সোনালী ব্যাংকে কর্মরত এক পুরুষ (৫৩), অপর পুরুষ (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন।