রবি/২০১৯-২০ মৌসুমে ভুট্টা,সরিষা বীজ ও সার বিতরণ-নির্বাহী অফিসার,হরিণাকুণ্ডু, ঝিনাইদহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ২২৫ বার পঠিত

 

রবি/২০১৯-২০ মৌসুমে প্রণোদনা কর্মসূচী এর আওতায় ভুট্টা ও সরিষা বীজ ও সার বিতরণ
“”””””””‘”””””””””””””””””””””””””””””””””””””””””””””
কৃৃতজ্ঞতা বিএডিসিকে বাকিতে সার ও বীজ সরবরাহ প্রদানের জন্য।
“””””””””””””””””'””””””””””””””””””””””””””””””””””””
অদ্য ১৮/১১/২০১৯ খ্রিঃ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রবি/২০১৯-২০ মৌসুমে প্রণোদনা কর্মসূচী এর আওতায় ভুট্টা ও সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ ।

 

জনাব মোঃ রওশন আলী, মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি, ঝিনাইদহ- ২; জনাব মোঃ শহিদুল ইসলাম শিলু , ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ হরিণাকুণ্ডু, ঝিনাইদহ; জনাব মোছাঃ রেশমা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ হরিণাকুণ্ডু, ঝিনাইদহ; জনাব মুহম্মদ আরশেদ আলী চৌধুরী, উপজেলা কৃষি অফিসার, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ; প্রকল্প বাস্তবায়ন অফিসার, হরিণাকুন্ডু, ঝিনাইদহ; জনাব মোঃ ফারুক হোসেন, কাউন্সিলর, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ; জনাব মনিশংকর বিশ্বাস, এসএপিপিও; জনাব মোঃ শফিকুর রহমান এসএএও এবং প্রিয় চাষী ভাইয়েরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর