রসুলগঞ্জে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং উদ্বোধন!
এমরান হোসেন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে দেশের খ্যাত ব্যাংকিং প্রতিষ্ঠান ‘ব্যাংক এশিয়া’র আউটলেট তথা এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ৪নং চররুহিতা রসুলগঞ্জ বাজারে ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কবির পাটওয়ারী।
সহিদ উদ্দিনের সভাপতিত্বে উক্ত এজেন্ট ব্যাংকিং উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রামগঞ্জের হেড অব ব্রাঞ্চ মোঃ আজম খান, চন্দ্রগঞ্জেরহেড অব ব্রাঞ্চমোঃ মহসিন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী তাফাজ্জল হোসেন ফিরোজ, মাস্টার মোহাম্মদ হুমায়ুন কবির। রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু আবদুল্লাহ প্রমুখ।
ব্যাংক এশিয়ার রসুলগঞ্জ আউটলেট তথা এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে বিদেশ থেকে গোপন নাম্বার এর মাধ্যমে টাকা আনা, নতুন অ্যাকাউন্ট খোলা, সঞ্চয়ী ও চলতি হিসাব, নগদ জমা ও উত্তোলনসহ ১৯ ধরনের সেবা দেয়া হবে বলে ব্যাংক এশিয়ার রসুলগঞ্জ আউটলেটের উদ্যোক্তা ইফতেখার সাকিব জানিয়েছেন।