বিশতম আন্তর্জাতিক লেখক দিবস-২০২১ সমাপনী অধিবেশনে বাংলাদেশ রাইটার্স ক্লাব সাহিত্য সন্মাননা পুরস্কার পেয়েছেন মেহেরপুরের কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভী স্যার।
গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি), বিকেল ৩ টার দিকে কথা সাহিত্যিক রফিকুর রশীদকে এ পুরস্কার প্রদান করা হয়।
কবি শ্যামসুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি আব্দুল মান্নান ও কবি আসলাম সানী।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফরিদ আহমদ দুলাল, কবি ঝর্ণা রহমান, কবি মজিদ মাহমুদ প্রমুখ।
এসময় সাহিত্যের স্বীকৃতিস্বরুপ মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহরের রফিকুর রশীদ রিজভী স্যারকে সাহিত্য সন্মাননা পুরস্কার প্রদান করা হয়।