রাজিবপুরে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালিত

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১ বার পঠিত

 

সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন পালন উপলক্ষে জেলার চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আছর মোহনগঞ্জ ইউনিয়নের নয়া চর পুরাতন বাজারে উক্ত আলোচনা সভাটি সভাপতি আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় তার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া কামনা করা হয়।

এর আগে নয়াচর বাজারে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে আলোচনা সভায় বিগত ফ্যাসিবাদী সরকারের ও তার নেতা কর্মীদের অন্যায়, নির্যাতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের গুলি করে হত্যার বিচারের দাবীতে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার ,যূগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আর্মি, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম ওসমান গণি, মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল সালাম কাজী, উপজেলা যুবদল আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, সদস্য সচিব নাজমুল হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়নাল হক দেওয়ানি, সোহাগ মিয়া, যুবদল নেতা শফিকুল ইসলাম ও ছাত্র দল নেতা মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ‌রুহল আমিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর