রাণীশংকৈলে টানা ৫ দিন বৃষ্টি থাকার কারণে আশ্রয় কেন্দ্রে অনেক পরিবার সামগ্রী ত্রাণ বিতরণ
মাহাবুব আলম রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি ।
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে টানা ৫ দিন ব্যাপক হারে বৃষ্টি থাকার কারণে ঘর বন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার । গত ২২ থেকে ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার থেকে শনিবার) উপজেলার কুলিক নদী আবারও প্লাবিত হয়েছে হাজারো পরিবার । এতে নদীপাড়ের কুলিক পাড়াসহ উপজেলার আমজুয়ান, লেহেম্বা,কোচল,নন্দুয়ার, শিংপাড়া ও আরো কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার বিশেষত মাটির ঘর ধসে পড়ে গেছে এবং কাঁচা বাড়িঘর, মালামাল ও ফসলের ব্যাপক ক্ষতিও হয়েছে। প্রাণ বাঁচাতে কুলিকপাড়া ও আশপাশের বসতির লোকজন নিকটবর্তী রাণীশংকৈল ডিগ্রি কলেজে আশ্রয় কেন্দ্র হিসেবে এসে আশ্রয় নিয়েছেন।
(২৭ সেপ্টেম্বর রবিবার ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিগ্রী কলেজ মাঠে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে ১০ কেজি করে চাল, ও ১ কেজি করে ডাল, বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম , উপজেলা সহকারি কমিশনার( ভূমি) প্রীতম সাহা, অধ্যক্ষ তাজুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলি তাজউদ্দীন, রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি প্রমুখ। প্রসঙ্গত বন্যায় বিভিন্ন স্থানে বাড়িঘর ও রাস্তা ভেঙে যাওয়ায় যানবাহন ও মানুষের চলাচলে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির আশংকা করছেন। ক্ষতিগ্রস্তরা তাদের মাঝে আরো ত্রান সাহায্যের প্রয়োজন আছে বলে জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা জানান, প্রয়োজন হলে বন্যার্তদের মাঝে আরো ত্রানসামগ্রী বিতরণ করা হবে।
তাং-২৭/০৯/২০২০ ইং
মাহাবুব আলম
রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি