রাণীশংকৈলে মেয়র-কাউন্সিলরদের সম্মানার্থে মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৬৫২ বার পঠিত

রাণীশংকৈলে মেয়র-কাউন্সিলরদের
সম্মানার্থে মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাহাবুব আলম রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ৩ মার্চ বুধবার বিকেলে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সম্মানার্থে এক মহিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল রাঙাটুঙ্গী ইউনাইটেড প্রমীলা ফুটবল একাডেমি এর আয়োজনে ঐ খেলায় নওশীন প্রমীলা ফুটবল একাডেমি দিনাজপুর ২-০১ গোলে রাঙাটুঙ্গী ইউনাইটেড প্রমীলা ফুটবল একাডেমিকে হারিয়ে জয়লাভ করেন।
এ সময় সংবর্ধিত নব নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান ও কাউন্সিলগণসহ আরো উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি এস এম জাহিদ ইকবাল,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, পৌর
আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সম্পাদক মহাদেব বসাক, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক’ আনোয়ারুল ইসলাম, জাপা নেতা ঠিকাদার আবু তাহের ও শামসুল আরেফিন, রাঙাটুঙ্গী ইউনাইটেড প্রমীলা ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল
ইসলাম প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক – সাংস্কৃতিক নেতা-কর্মি ক্রীড়ামোদী দর্শকশ্রোতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন প্রভাষক প্রশান্ত বসাক ও বাপ্পী পাটওয়ারী।
পরে বিজয়ী দলের মাঝে শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর