মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন বামন্দী-কাজিপুর সড়কের বেহাল দশা।
মোঃ তারেক,জেলা প্রতিনিধিঃ
গত রাতে ঘন মেঘ আর ঝমঝম বৃষ্টি চলে প্রায় সারারাত একটানা অতিবৃষ্টিতে জনদুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।এমনিতেই দীর্ঘদিন ধরে এই সড়কটি খাদ খন্দকের কারনে চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। এই এলাকা থেকে রাজধানী ঢাকায় যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বামন্দী-কাজিপুর সড়ক।
দুর্ঘটনার আশংকায় রাস্তাটি দ্রুত সংস্কারের অনুরোধ করেছেন এলাবাসি।