র‌্যাব ১৩, রংপুর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ০১ জন সক্রিয় জঙ্গি গ্রেফতার

stuff reporter
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৫৮৯ বার পঠিত

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ সনাক্তকরণ, জঙ্গীবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব শুরু থেকে যে কোন ধরনের সন্ত্রাসী, অপরাধী, অপহরণকারী, জঙ্গি গ্রেফতার, অবৈধ অস্ত্র, মাদক, অপহৃত ভিকটিম উদ্ধারসহ সার্বক্ষণিকভাবে অন্যান্য অভিযান পরিচালনা করে যাচ্ছে। এছাড়াও চাঞ্চল্যকর যে কোন ঘটনাও র‌্যাব ছায়া তদন্ত সহ হত্যা ও ধর্ষণের মতো ঘৃন্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর।
২। ঘটনার বিবরণে প্রকাশ থাকে যে, ইংরেজি ০৭/১১/২০১৯ তারিখ রাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদরের জঙ্গি সেল এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন জাহাজ কোম্পানী এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর আঞ্চলিক নায়ক সমমর্যাদার সক্রিয় জঙ্গি মোঃ আশরাফুজ্জামান পিয়াল (৩২), পিতা-মো. আকতারুজ্জামান, সাং-নিয়ামত পান্ডার দিঘি, থানা-কোতয়ালী, আরপিএমপি, জেলা-রংপুর’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জঙ্গি জানায় যে, সে ২০০২ সাল থেকে জঙ্গি সংগঠনের জন্য চাঁদা প্রদান ও সংগ্রহ, নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতো। তার সহযোগী অন্যান্য জঙ্গিদের ব্যাপার অনুসন্ধান চলমান রয়েছে।
৩। গ্রেফতারকৃত জঙ্গির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর