লক্ষ্মীপুরে এমপি নুরউদ্দিন চৌধুরী নয়নের মায়ের দাফন সম্পন্ন

এমরান হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৬০২ বার পঠিত

 

শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের মাতা মরহুমা মনোয়ারা বেগম (৭৬) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাদ যোহর মরহুমার পৈত্রিক বাড়ি সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রামের আব্দুর রশিদ চৌধুরী হাই স্কুল প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
তার জানাযার নামাজে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুরে-ই-আলম, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, জেলা জর্জ কোটের পিপি এডভোকেট জসিম উদ্দিনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, আইনজীবি, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার জনগন অংশগ্রহণ করেন।
মরহুমার জানাযার নামাজ পড়ান টুমচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী।
এডভোকেট নয়ন এমপির মায়ের মৃত্যুতে লক্ষ্মীপুরের সকল সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর