বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বহুল আলোচিত লক্ষীপুরের সংসদীয় আসন-২ রায়পুর উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্পন্ন হয়।
শুক্রবার বিকেলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার জনতার উপস্থিতিতে জেলার প্রধান উপশহর দালাল বাজার ডিগ্রী কলেজ মাঠে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় আসন রায়পুরের সংসদ সদস্য পদপ্রার্থী (নৌকা) অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
বিপুল জনসমাগমে অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নকে নৌকা প্রতীকে নির্বাচিত করার সুদৃঢ় আশ্বাসে কেন্দ্রীয় নেতা আবদুর রহমান বলেন-‘এবার লক্ষীপুর লক্ষ্মীতে ভরে গেছে। অ্যাডভোকেট নয়ন নির্বাচিত হলে লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন রেললাইনের বাস্তবায়ন হবে’ বলেও তিনি আশ্বাস দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু, সৈয়দ আবুল কাশেম, আব্দুজ্জাহের সাজু, তোফায়েল আহমেদ, শামসুল ইসলাম পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, হুমায়ুন কবির পাটোয়ারী, এম আলাউদ্দিন, মিজানুর রহিম, আবুল কাশেম (আইভি কাশেম), ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন, আবদুল মতলব, মোহাম্মদ সেলিম রেজা, গিয়াস উদ্দিন রুবেল ভাট, ফরিদা ইয়াসমিন লিকাসহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।