লক্ষ্মীপুর সদর উপজেলা মজু চৌধুরী ঘাট এলাকায় ঘূর্নিঝড় ইয়াশের প্রভাবে জোয়ারের পানিতে পানিবন্দি ও ভাসমান বেদে ১০০টি পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করেন জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর।
এছাড়া তিনি লঞ্চ ঘাট পরিদর্শন করে আটকে পড়া যাত্রীদের খোঁজখবর নেন এবং লঞ্চ নাবিকদের বৈরী ও ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় লঞ্চ পরিচালনা না করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, লক্ষ্মীপুর, জনাব মোঃ মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি), সদর, লক্ষ্মীপুর, জনাব মোশাররফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সদর, লক্ষ্মীপুর, নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যবৃন্দ এবং ইউপি চেয়ারম্যান, চর রমনীমোহন, সদর,লক্ষ্মীপুর।