লন্ডন ব্রিজে হামলায় দুজন নিহত ও তিনজন আহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পাঠানো একটি বার্তায় তিনি হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানান, শেখ হাসিনা হামলায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছে। জঙ্গি ও সন্ত্রাসীদের কোন ধর্ম নেই।
শেখ হাসিনা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্রিটিশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একত্রে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার লন্ডন ব্রিজে এক হামলাকারীর ছুরিকাঘাতে দুই পথচারী নিহত ও তিনজন আহত হয়। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়। ইউএনবি।