শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন অধ্যক্ষ মোতালেব হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৬২ বার পঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন অধ্যক্ষ মোতালেব হোসেন

হরিনাকুন্ডু থেকে মোঃ রাব্বুল হাসান
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষসহ ৮জন শিক্ষক শহীদ বুদ্ধিজীবী দিবসে জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার সকাল ১০ টায় শহীদ বুদ্ধিজীবী দিবসে তারা জাতির সুর্য্য সন্তানদের প্রতি এই শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সেই শ্রদ্ধা জ্ঞাপনের ছবি ফেসবুকে প্রকাশ হয়। পরে সেই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর নানা সমালোচনার ঝড় উঠে । কেন জাতির বিবেকেরা এই ভুলটি করলেন সে বিষয়ে নানা প্রশ্ন রেখেছেন সুশিল সমাজের ব্যাক্তিরা। অনেকেই বলেছেন জাতির বুদ্ধিজীবী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে নয় বরং উল্টো সম্মানহানী ঘটেছে বলে জানান তারা । এ বিষয়ে কলেজের অধ্যক্ষ একে এম মোত্তালেব হোসেনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আজ সকালে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসি। দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় শহীদ মিনারে ধুলা বালি জমে এবং আমি শিক্ষকদের জুতা খুলার পরামর্শ দিয় কিন্তু আমার কথা তারা এড়িয়ে যেয়ে বলেন, পায়ে ধুলাবালি ও ময়লা লাগবে তাই সবাই জুতা পায়ে আমরা শ্রদ্ধা জানায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর