শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে বিবাহবার্ষিকী পালন করলেন কুষ্টিয়ার এক ব্যবসায়ী দম্পতি

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৬৮ বার পঠিত

 

কুষ্টিয়ার বিশ্বস্ত খাদ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মৌবনের সিইও হাবিবুল আলম ও নির্বাহী পরিচালক সাফিনা আনজুম জনী ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে গত রবিবার তাদের ২৯তম বিবাহবার্ষিকী পালন করেছেন। হৈ-হুল্লোড় বা খাওয়া-দাওয়ার আয়োজন না করে তার পরিবর্তে শীতার্ত দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল, চাদর বিতরণের মাধ্যমে বিবাহবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন ওই দম্পতি।

বিবাহবার্ষিকীর দিনে এই ব্যতিক্রমধর্মী আয়োজনের বিষয়ে মৌবনের সিইও হাবিবুল আলম ও নির্বাহী পরিচালক সাফিনা আনজুম জনী বলেন, ‘বিবাহ বার্ষিকীর দিনটি আমরা সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে কেক কেটেছি। তাদের সাথে হৈ-হুল্লোড় করেছি। আমাদের ক্ষুদ্র প্রয়াসে শিশুরা আনন্দ পেয়েছে, এটাই আমাদের প্রাপ্তি।’ তাছাড়া সুবিধাবঞ্চিত মানুষের জন্য কম্বল, চাদর ও শীতের পোশাক বিতরণ করে আমরা বিবাহবার্ষিকীর এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চেষ্টা করেছি মাত্র। এ সময় মৌবনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর