শৈলকুপায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন।
বিএসটিভি ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামন আসাদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য এমপি পুত্র তানভীর হাসান জিসান হাই প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার মোট ৩০ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়।