বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকীতে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ আজিম-উল-আহসান,পুলিশ সুপার,ঝিনাইদহ।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী-২০২৩ উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান ২০২৩ এ ভার্চুয়ালিভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংযুক্ত হন।
এ সময় তিনি ভার্চুয়ালি ভাবে সংযুক্ত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,শেখ হাসিনা (এমপি) মহোদয়ের বক্তব্য গুরত্ব সহকারে শোনেন।
পরবর্তীতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মোঃ ইমরান জাকারিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),জনাব মীর আবিদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার,ঝিনাইদহ সার্কেল সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।