সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান এর নির্দেশে প্রতারকের নিকট হতে ৩,৬০,০০০/=( তিন লক্ষ ষাট হাজার) টাকা উদ্ধার এবং ভুক্তভোগীর কাছে হস্তান্তর।

হরিনাকুন্ড (ঝিনাইদহ) থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১১৬ বার পঠিত

 

অভিযোগকারী মোঃ আবুল হোসেন (৫০), পিতা- মৃত শেখ নবাব আলী, গ্রাম-ছোট কাশিপুর, থানা-পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরার ছেলে মোঃ মিন্টু শেখ (২১) কে দুবাই রাষ্ট্রে ফ্রি ভিসায় নিয়ে যাওয়ার কথা বলে প্রতারক মোঃ সফুর সরদার ও মোঃ সাত্তার সর্দার, উভয় পিতা- মৃত মফে সরদার,গ্রাম- এনায়েতপুর শানতলা, থানা- পাটকেলঘাটা, জেলা – সাতক্ষীরাদ্বয় ৩,৬০,০০০/=( তিন লক্ষ ষাট হাজার) টাকা গ্রহণ করে। পরবর্তীতে আবুল হোসেনের ছেলে মিন্টুকে বিদেশে নিয়ে যায় না। ফলে আবুল হোসেন অভিযোগ করেন পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়ের নিকটে ।এর প্রেক্ষিতে মাননীয় পুলিশ সুপার সাতক্ষীরার নির্দেশে মোঃসাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) প্রতারকের নিকট হতে উক্ত ৩,৬০,০০০/=( তিন লক্ষ ষাট হাজার) টাকা উদ্ধার করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর